PinkFour- Bet Numbers and Healthy lunch Ideas

Bet Numbers And Healthy lunch Ideas

Music

LightBlog
Responsive Ads Here

Monday, September 10, 2018

Android phones to download free games reviews

এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারী ভাই ও বোনেরা কেমন আছেন?

আপনাদের একটি গেমস উপহার নিয়ে আসলাম গেমসটি খেলতে না পারলে দারুন কিছু মিস করবেন। গেমসটি অন্যান্য গেমসের মত হাত দিয়ে খেলতে হবেনা। কোন রুট এর প্রয়োজন নেই।

গেমসটির কিছু চিত্র দিলাম নিছে দেখুন।

এই হল গেমস টির একটি অতিক্রম ধাপ,মাঝখানে যে বল টি দেখতে পাচ্ছেন বল টাকে গর্ত গুলি বাঁচিয়ে উপরে জে বল আকারে আরেকটি গর্ত দেখতে পাচ্ছেন সেখানে ফেলতে হবে সম্পূর্ণ গর্ত গুলি থেকে বাঁচিয়ে আর বল টা যদি গর্তে পড়ে যায়, নতুন করে আরেকটি বল পাবেন, এই ক্ষেত্রে কোন সমস্যা নেই তবে আপনার র‍্যাংক বা স্টার কমে যাবে। আপনি যদি একটি ধাপ পার হতে পারেন তখন নেক্সট প্রেস করে আরেক টি ধাপ খেলতে পারবেন বা মন না চাইলে এড়িয়ে ও জেতে পারবেন নেক্সট প্রেস করে।

এবার এখানে দেখুন এখানে খেলতে আসলে যদি বলটা ফুটো হয়ে যায়, সে জন্য আছে বিকল্প ব্যবস্থা তাই উপরে X2 তে বর্তমান বল টাকে লাগালেই বল সংখ্যা বাড়বে এ ভাবে ইচ্ছা অনুযায়ী আপনার যত প্রয়োজন বাড়িয়ে নিতে পারেন।

এই গেমসটি ওপেন করে আপনি যে ধাপ গুলো খেলতে পারবেন সেটা সিলেক্ট করবেন। এবং এবার গেমস লোড হবে তারপর আপনার লক্ষ্য বা টার্গেটে বলটাকে পোঁছানোর জন্য ফোন হাত দ্বারা কে উপুড় নিচ করতে থাকুন, এবং আপনি এই ভাবে করে বল টাকে পোঁছান আপনার টার্গেটে এর পর একটা ধাপ সঠিক ভাবে ক্রস করতে পারলে আরেকটি ধাপ খেলার জন্য নেক্সট প্রেস করে খেলুন এর পরের ধাপটি, এ ভাবে সকল ধাপে খেলতে পারবেন, এখানে অনেক গুলি অপশন দেখতে পাবেন সহজ এবং হার্ড। এবং খেলেও আপনি শেষ করতে পারবেন না।

গেমসটি সম্পূর্ণ সবার জন্য উন্মুক্ত, আর আমি অনেক গুলি গেমস ডাউনলোড করি নিয়মিত এবং যে গেমসটি আমার পছন্দ হয় এবং উন্মুক্ত সেই গেমস টি আমি নিজে ও খেলি, এবং আপনাদের কে ও শেয়ার করি। সুতরাং আমার গেমস গুলি ডাউনলোড করতে কোন অলসতা করবেন না,

গেমসটির সাইজ ১২ এমবি,এবং এন্ড্রয়েড ২.৩ এর উপরে সকল ভার্সনে সাপোর্ট নিবে।

গেমসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

গেমসটি খেলে কে কেমন মজা পেলেন আশা করি জানাতে ভুল করবেন না।

No comments:

Post a Comment